এখানে প্রি-প্রাইমারি শিক্ষার্থীরা তাদের কারিকুলামের সঙ্গে সম্পর্কিত স্পোর্টস বেইজড অ্যাক্টিভিটির মাধ্যমে শেখার সুযোগ পাবে। গ্লেনরিচের ‘স্কুল অব লাইফ’ দর্শনের ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা মূলত আয়ারল্যান্ডের আর্লি চাইল্ডহুড কারিকুলাম থেকে অনুপ্রাণিত।
আরও পড়ুন:
এটি ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিলস (এফএমএস) ও লাইফলং ইনভলভমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি (এলআইএসপিএ) কাঠামো অনুসরণ করে তৈরি করা হয়েছে। কাঠামোগুলোর মূল লক্ষ্য হলো শিক্ষাজীবনের একদম শুরু থেকেই শিশুদের শারীরিকভাবে সক্রিয় করে তোলা, যেন তারা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে।
শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য তাদের প্রগ্রেসের অ্যাসেসমেন্টও করা হবে। অনুষ্ঠানে প্রশিক্ষকেরা কিছু ফিজিক্যাল মুভমেন্ট ভিত্তিক কার্যক্রম প্রদর্শন করেন এবং কীভাবে এসব কার্যক্রম শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে, তা ব্যাখ্যা করেন।




