বিআইএমে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী প্রফেশনাল সার্টিফিকেট কোর্স

প্রশিক্ষণে কথা বলছেন মূখ্য প্রশিক্ষক
প্রশিক্ষণে কথা বলছেন মূখ্য প্রশিক্ষক | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজন করলো প্রফেশনাল সার্টিফিকেট কোর্সের। কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দুই দিনব্যাপী এ কোর্সের আয়োজন করা হয়। ‘নেগোসিয়েশন: দ্যা ওয়ে অফ কনফ্লিক্ট অ্যান্ড দ্য কোর্নারস্টোন অফ বুস্টিং প্রডাক্টিভিটি’ শীর্ষক শিরোনামে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

কোর্সটিতে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট ট্রেইনার মাশাহেদ হাসান সীমান্ত। ট্রেইনার হিসেবে আরও ছিলেন বিআইএমের সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর আখুন্দ আহম্মাদ শামসুল আলম।

দুই দিনব্যাপী লার্নিং সেশনে সেলস বৃদ্ধি, টিম ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্টসহ প্রফেশনাল সেক্টরের নানা ক্ষেত্রে কিভাবে আউটপুট ভালো করা যায় তা শেখানো হয়।

আরও পড়ুন:

প্রশিক্ষণটিতে স্ট্রাটেজি সেশনের পাশাপাশি ছিলো ইন্ডাস্ট্রি স্পেসিফিক নেগোশিয়েশন কেস স্টাডি। কর্মক্ষেত্রে সহকর্মী ও কাস্টমারদের সঙ্গে আলোচনা করার কৌশল, প্রশিক্ষণ পরবর্তী পার্সোনাল ও ইন্সটিটিউশনাল কম্পিটেন্স ডেভেলপমেন্টের রূপরেখার পাশাপাশি পজিটিভ বিজনেস কালচার ইন্ডিকেশন নিয়েই ছিলো প্রশিক্ষণটি।

প্রশিক্ষণ শেষে বিআইএমের প্রশিক্ষণ পরিচালক তরিকুল ইসলাম, প্রশিক্ষক মাশাহেদ হাসান সীমান্ত এবং বিআইএমের ফ্যাকাল্টি ও কোর্স কো-অর্ডিনেটরের উপস্থিতিতে ২২ জন প্রশিক্ষণার্থীদের সনদ দেয়া হয়।

এফএস