তথ্য-প্রযুক্তি
0

চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী ২০ কোটি ছাড়িয়েছে

চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী ছাড়িয়ে গেছে ২০ কোটি। এক বছরের ব্যবধানে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে চ্যাটবটটির নির্মাতা ওপেন এ আই। তথ্য বলছে, ফরচুন ফাইভ হান্ডেড্রে তালিকাভুক্ত ৯২ শতাংশ প্রতিষ্ঠানই ব্যবহার করে চ্যাটজিপিটি।

গেল জুলাইয়ে চ্যাটজিপিটি ফোর ও উন্মুক্তের পর দ্বিগুণ ব্যবহার বেড়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস বা এপিআইয়ের। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ওপেন এআইয়ে শিগগিরিই বিনিয়োগ করতে পারে অ্যাপল ও এনভিডিয়া।

এতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ছাড়িয়ে যেতে পারে ১০ হাজার কোটি ডলার। ২০২২ সালের ৩০ নভেম্বর উন্মুক্তের পর কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আমূল পরিবর্তন আনে চ্যাটজিপিটি।

tech