তথ্য-প্রযুক্তি
0

কাল সকাল ১১টার পর জানা যাবে ফেসবুক কখন চালু হবে: প্রতিমন্ত্রী পলক

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কখন চালু হবে তা আগামীকাল (বুধবার, ৩১ ‍জুলাই) সকাল ১১টার পর তা জানা যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (মঙ্গলবার, ৩০ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন, 'ফেসবুক কখন চালু হবে তা আগামীকাল সকাল ১১টার পর জানা যাবে। আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে ব্যাখ্যা দেয়ার জন্য লিখিত চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে উত্তর দিয়েছে যে, তারা উপস্থিত হয়ে জবাব দিতে চায়।’

তিনি বলেন, ‘তবে আমার জানা মতে ফেসবুক ও ইউটিউব বিটিআরসিতে এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি।'

এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, 'কাল সকাল ১১টা পর্যন্ত তাদের উত্তর দেয়ার শেষ সময়। যদি আমরা তাদের ব্যাখ্যা পাই তাহলে সেটা বিশ্লেষণ করবো। আর যদি নাও পাই তাহলে বিটিআরসিতে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত জানাবো।'

গত ১৭ জুলাই মধ্যরাতে মোবাইল ইন্টারনেট ও ১৮ তারিখ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। পরে ২৪ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে সরকার। এর পর মোবাইল ইন্টারনেট চালু করা হয় গত রোববার (২৮ জুলাই)। তবে বন্ধ রয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম।