বন্দরনগরীর বিভিন্ন সড়ক ও গলিপথে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্প পোস্টে জড়িয়ে আছে ডিশ, ইন্টারনেট, টেলিফোনসহ বিভিন্ন সেবা সংস্থার তার। জঞ্জালে পরিণত হওয়া এসব তারের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ঘটে প্রাণহানি।
সমস্যা সমাধানে এই জঞ্জাল অপসারণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মঙ্গলবার (১২ মার্চ) একটি বেসরকারী কোম্পানির সাথে ১৫ বছরের চুক্তি সই করে সংস্থাটি।
প্রাথমিক পর্যায়ে নগরীর লালখান বাজার, বাগমনিরাম ও জামালখানের তিনটি ওয়ার্ডের ডিশ ও ইন্টারনেট ক্যাবল ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে প্রতিটি বাসাবাড়িতে পৌছে দেয়া হবে। প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে বাকি ৩৮টি ওয়ার্ডেও মাটির নিচ দিয়ে ক্যাবল সংযোগ দেয়া হবে।
সামিট কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আরিফ আল ইসলাম বলেন, 'তিনটি ওয়ার্ড নিয়ে কাজ শুরু হয়েছে। এখানে যদি সফল হয় তাহলে আগামীতে পুরো সিটি কর্পোরেশনের প্রত্যেকটা বাসা বাড়িতে সংযোগ দেওয়া হবে।'
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, 'ওয়াসা, টিএনটি আরও যেসকল ইউটিলিটি লাইন আছে তাদের এতে কোনো সমস্যা হবে না।'
প্রকল্পের অধীনে ইতোমধ্যে নগরীর লালখান বাজার ওয়ার্ডে বক্স বসানো, মাটির নিচে ও ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনায় তার সংযোগের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে নগরীর সৌন্দর্য বাড়ার পাশাপাশি দুর্ঘটনা রোধ হবে বলছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, 'আগে তার রাস্তায় পরে থাকতো। এখন ভালো হয়েছে। তারগুলো মাটির নিচ দিয়ে নেয়া হয়েছে।'
১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল বলেন, 'সবগুলো প্রতিষ্ঠানকে নিয়ে একটা কমন নেটওয়ার্ক তৈরি করেছি। এই কমন নেটওয়ার্ক ব্যবহার করে প্রত্যেকটা সেবাদানকারী সংস্থা গ্রাহকের কাছে সেবা পৌছে দিতে পারবে।'
সামিটের দাবি আগামী ৬ মাসের মধ্যে ৩টি ওয়ার্ডে ডিশ ও ইন্টারনেট ক্যাবল মাটির নিচ দিয়ে পৌঁছে যাবে বাসাবাড়িতে।