ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই নিজেদের দাবি-দাওয়া নতুন করে তুলে ধরছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
বিদেশে বসে এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় নিজেদের দাবি দাওয়া জোরালোভাবে উত্থাপন করছেন তারা। দেশের অর্থনীতির চাকা সচলে গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্যতম এই কারিগররা মনে করেন, ভোটাধিকার শুধু তাদের আইনি ও গণতান্ত্রিক অধিকার নয়। মর্যাদা ও জীবনে বাস্তব পরিবর্তনের হাতিয়ার।
আরও পড়ুন:
লেবাননে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা জানান, কোনো সরকারই তাদের কথা দিয়ে কথা রাখেনি। এসময় বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান তারা।
নির্বাচিত সরকার প্রবাসীদের কর্মসংস্থানের নিরাপত্তা, শ্রম অধিকার রক্ষা, দ্রুত কনস্যুলার সেবা নিশ্চিত, পাসপোর্ট ও ভিসার জটিলতা দূরীকরণ এবং প্রবাসী কল্যাণ তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে প্রত্যাশা লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিদের। এসব চাওয়া নিশ্চিত করা গেল আগামীর বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে বলেও মনে করেন তারা।
এমন পরিস্থিতিতে কোন প্রার্থী বা দল কতটা গুরুত্ব দিয়ে প্রবাসীদের দাবি পূরণে প্রতিশ্রুতি দেবেন সেদিকেই তাকিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো বিদেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ ও প্রবাসীদের জীবনে আমূল পরিবর্তন আনবে বলেও বিশ্বাস রেমিট্যান্স যোদ্ধাদের।





