বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ভিসা, সনদায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কনস্যুলার সেবার ফি সরাসরি হাইকমিশনে এসে ডেবিট কার্ড অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পরিশোধ করা যাবে।
এতে করে নগদ অর্থ বহনের ঝামেলা কমবে এবং সেবা গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও নিরাপদ হবে। তবে সেবা প্রত্যাশীরা চাইলে আগের মতোই মেব্যাংকে গিয়ে হাইকমিশনের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেয়ার সুযোগও পাবেন। অর্থাৎ, কনস্যুলার ফি পরিশোধে এখন দুটি পদ্ধতিই চালু থাকবে।
আরও পড়ুন:
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ নতুন ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রবাসীদের সেবা সহজীকরণ ও ডিজিটাল লেনদেনের অংশ হিসেবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা।




