দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসেও বইছে ভোটের হাওয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
এ সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উৎসাহ।
প্রবাসীদের মধ্যে একজন বলেন, ‘যারা বিভিন্ন সংগঠনের নেতারা আছেন, তারা দাবি তুলেছেন। এ দাবি ধীরে ধীরে বাস্তবায়িত হতে দীর্ঘদিন সময় লেগেছে। দীর্ঘদিন পরে যে আমরা ভোট দিতে পারছি, এটা খুবই খুশির খবর।’
আরও পড়ুন:
তবে প্রচারণার অভাব ও নানাবিধ জটিলতার কারণে অনেক প্রবাসীই নিবন্ধন করতে পারেননি। যুক্তরাজ্যে প্রায় সাত লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও, নিবন্ধন করেছেন মাত্র ৩২ হাজার ৪১৪ জন। তবুও প্রথমবার ভোট দেয়ার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর আমরা অধিকারটি পেয়েছি। আমরা চাই আগামী দিনে যে সরকার আসবে, সে সরকার এ পোস্টাল ভোটের সিস্টেমটা যাতে চালু রাখে।’
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গেল ১৮ নভেম্বর।
আর ৫ জানুয়ারি ছিল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভোট রেজিট্রেশনের শেষ দিন। বিশ্বের ৪০টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটে আবেদন করার সুযোগ পেয়েছেন।





