যুক্তরাজ্যে আটক সাবেক কূটনীতিককে শর্তসাপেক্ষে জামিন

বাংলাদেশি কূটনীতিক মোহাম্মদ ফয়সাল আহমেদ
বাংলাদেশি কূটনীতিক মোহাম্মদ ফয়সাল আহমেদ | ছবি: এখন টিভি
0

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বাংলাদেশের সাবেক চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ ফয়সাল আহমেদকে হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে আটক করেছিল। বার্মিংহামের সলিহুল এলাকায় গত ১৬ ডিসেম্বর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সলিহুল এলাকার একটি বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে সহিংসতা ও ধর্ষণের হুমকি দেওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্ত অব্যাহত রেখে তাঁকে জামিনে ছাড়া হয়। একই সঙ্গে অভিযোগকারী নারীকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

অভিযুক্ত ফয়সাল আহমেদ এর আগে ২০২৩ সালের মে মাসে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত অবস্থায় প্রশাসনিক জটিলতা ও সহকর্মীদের সঙ্গে আচরণগত সমস্যার অভিযোগে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়। তাকে তখন ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হলেও তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে চলে যান। তার স্ত্রী ২০১৭ সাল থেকে বার্মিংহামে বসবাস করছেন।

আরও পড়ুন:

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে একটি বাসার জানালার কাচ ভেঙে গেলে তা মেরামতের বিষয়ে ফয়সাল আহমেদের সহযোগিতা চাওয়া হয়। এ সময় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং পরবর্তী সময়ে একাধিক ভয়ভীতি ও রূঢ় ভাষার বার্তা পাঠান বলে অভিযোগ ওঠে। ওই বার্তাগুলোতে অস্ত্র ও সহিংসতার ইঙ্গিত ছিল বলেও অভিযোগকারী দাবি করেছেন।

পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে বিষয়টি প্রথমে তার স্ত্রীর নজরে আনা হয় এবং পরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগকারীর দাবি অনুযায়ী, ১৩ ডিসেম্বর প্রথমবার তাকে আটক করা হলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের তারিখ ১৬ ডিসেম্বর উল্লেখ করেছে।

এ বিষয়ে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও অবগত রয়েছে। হাইকমিশনার আবিদা ইসলামের বরাতে হাইকমিশনের প্রেস মিনিস্টার জানান, সাবেক কূটনীতিক ফয়সাল আহমেদের গ্রেপ্তারের তথ্য তাদের কাছে পৌঁছেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ইএ