প্লট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলেও পদ হারানোর ঝুঁকি নেই টিউলিপের!

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক | ছবি: সংগৃহীত
0

প্লট দুর্নীতি মামলায় বাংলাদেশে দোষী সাব্যস্ত হলেও যুক্তরাজ্যের পিপল অ্যাক্ট অনুযায়ী মেম্বার অব পার্লামেন্ট পদ হারানোর ঝুঁকি নেই ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। তবে ভাবমূর্তি রক্ষার প্রশ্নে লেবার পার্টির সরকার টিউলিপকে এমপি পদে বহাল রাখবে কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, গেল জানুয়ারিতে দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর লেবার পার্টির ভাবমূর্তির প্রশ্নে মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ।

বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সদ্য কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের রায়ের খবর প্রকাশিত হয়েছে প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যমে। এর জেরে হাউস অফ কমন্সে টিউলিপ সিদ্দিক তার সদস্য পদ হারাতে পারেন কি না এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

যুক্তরাজ্যের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট ১৯৮৩ অনুযায়ী, যুক্তরাজ্যের একজন এমপি তখনই হাউস অফ কমন্সে অযোগ্য বলে বিবেচিত হবেন, যখন তিনি ব্রিটিশ ভূখণ্ডে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে এক বছরের বেশি কারাদণ্ড পাবেন। এক্ষেত্রে বাংলাদেশের আদালতের এ রায় টিউলিপের এমপি পদের ওপর আইনগতভাবে কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন:

বাংলাদেশের আদালতে মামলা চলাকালে ও শুনানির সময় অনুপস্থিত ছিলেন টিউলিপ। ধারাবাহিকভাবে সব অভিযোগই উদ্দেশ্যপ্রণোদিত মানহানি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। টিউলিপের বিচার নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবীও। তাদের দাবি, বিচারের পুরো প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ড পূরণ করেনি।

এর আগে, দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর গেল জানুয়ারি মাসে সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। স্টারমার প্রশাসনের মন্ত্রীসভার সদস্যদের মানদণ্ডবিষয়ক উপদেষ্টা লাউরি ম্যাগনাস এ পুরো বিষয়টি তদন্ত করেন।

বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে হওয়ায় পরেও টিউলিপ তার সুনাম ক্ষুণ্ণ হওয়ার বিষতে সচেতন ছিলেন না এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। লেবার পার্টির স্বার্থে টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দেন তিনি। তবে টিউলিপের বিরুদ্ধে মন্ত্রিত্বের কোড অব কন্ডাক্ট লঙ্ঘন বা অন্যায়ের প্রমাণ পাননি মন্ত্রীসভার উপদেষ্টা। এবার সরাসরি দণ্ড পাওয়ায় ব্যাক বেঞ্চার এই এমপি-কে কি পরামর্শ দেবে লেবার পার্টি সেদিকেই নজর আন্তর্জাতিক গণমাধ্যমের।

এফএস