মানববন্ধনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর অসংখ্য প্রবাসী অংশ নেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রবাসী মাসুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির এইচ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর সরওয়ার্ধী ও মোতাহার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসিউর রহমান রুবেল।
আরও পড়ুন:
বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী একটি ঐতিহ্যবাহী অঞ্চল, যার জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ঐতিহাসিক গুরুত্ব বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশেষ ভূমিকা রাখে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের সেবাপ্রাপ্তি বাড়াতে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।
মানববন্ধনে প্রবাসীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার আহ্বান জানান।





