বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মানববন্ধন

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মানববন্ধন
যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মানববন্ধন | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরা নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধনের করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর অসংখ্য প্রবাসী অংশ নেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রবাসী মাসুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির এইচ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর সরওয়ার্ধী ও মোতাহার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসিউর রহমান রুবেল।

আরও পড়ুন:

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী একটি ঐতিহ্যবাহী অঞ্চল, যার জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ঐতিহাসিক গুরুত্ব বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশেষ ভূমিকা রাখে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের সেবাপ্রাপ্তি বাড়াতে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে প্রবাসীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার আহ্বান জানান।

সেজু