কাতারে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার পাশাপাশি বেড়েছে কর্মসংস্থান

কাতারে প্রবাসী বাংলাদেশিদের দোকান
কাতারে প্রবাসী বাংলাদেশিদের দোকান | ছবি: এখন টিভি
0

কাতারের রাজধানী দোহার নাজমা সুক আল হারেজ মার্কেটে গত ৫০ বছরের বেশি সময় ধরে আধিপত্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। এ মার্কেটে পাঁচ শতাধিকের বেশি দোকান রয়েছে প্রবাসীদের। আর এসব প্রতিষ্ঠানে চাকরি করেন ১২ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি।

কাতারের রাজধানী দোহায় নাজমা সুক আল হারেজ মার্কেট। এ মার্কেটে প্রতিদিন পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করেন এখানকার দোকানিরা। যেখানে পুরনো আসবাবপত্র, দোকানের সরঞ্জাম এবং অন্যান্য ব্যবহার করা জিনিসপত্র খুঁজে নিয়ে যান ক্রেতারা।

নাজমা সুক আল হারেজ মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘এ নাজমা মার্কেটেই প্রায় ১২ হাজারের অধিক লোক কাজ করে। এখানে বেশিরভাগ বাংলাদেশি লোকজন কাজ করে।এখান থেকে আমাদের বাংলাদেশে প্রচুর টাকা রেমিট্যান্স হিসাবে যায়।’

আরও পড়ুন:

অন্য আরেক ব্যবসায়ী বলেন, ‘প্রায় ৫০০টি দোকান আছে এ মার্কেটে। এরমধ্যে বাংলাদেশিদের প্রায় ৪৫০টি দোকান।’

কাতারে বর্তমানে চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। প্রবাসীদের ব্যবসা-বাণিজ্য বাড়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকেই আয়ের বড় একটা অংশ রেমিট্যান্স হিসেবে দেশে পাঠান বাংলাদেশিরা।

এফএস