নানা রঙ বেরঙের শাড়ি আর পাঞ্জাবিতে সেজেছে নারী-পুরুষ। চারপাশ বাঙালি সাজসজ্জা ভরপুর। যা দেখে মনে হবে এটি বাংলাদেশের কোনো অনুষ্ঠান। আদতে মালয়েশিয়ায় এ অনন্য আয়োজন করেছেন প্রবাসে বাংলাদেশিরা।
উদ্যোক্তা, সংস্কৃতিপ্রেমী, তরুণ প্রজন্ম আর সাধারণ প্রবাসীদের অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল নামক এ আয়োজন। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ঐতিহ্য তুলে ধরা হয়।
প্রবাসীরা ছাড়াও মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরা যোগ দেন উৎসবে। উপভোগ করেছেন বাংলার স্বাদ। এ ধরনের আয়োজন প্রবাসীদের বিনোদনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও বেশি পরিচিতি করতে সহায়তা করছে বলে মনে করেন প্রবাসীরা।
আরও পড়ুন:
মালয়েশিয়ার প্রবাসীরা জানান, তারা মালয়েশিয়াতে থেকে দেশের মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন। বাংলাদেশের উন্নয়নের কথা সবার সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা।
আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং প্রবাসী তরুণদের পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও লুইপা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উপভোগ করেন প্রবাসীরা। একসঙ্গে আড্ডা, স্মৃতিচারণ ও বাংলাদেশ নিয়ে গর্ব করার সুযোগ পেয়েছেন প্রবাসীরা।
আয়োজকরা জানান, সব ধরণের মানুষের অংশগ্রহণে এমন আয়োজন করতে পারলে মালয়েশিয়া ও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক হবে।
এ ফেস্টিভ্যাল শুধু প্রবাসীদের মিলনমেলাই নয় বরং বাংলাদেশের পরিচিতি বাড়ানোর এক অনন্য উদ্যোগ হিসেবেও দেখছেন আগত দর্শনার্থীরা।





