অনুষ্ঠানের আয়োজন করে আবুধাবির হাটহাজারীবাসী ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদ। অনুষ্ঠানে মুছা আল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সংগঠক ইয়াকুব সৈনিক, সিরাজুল ইসলাম নওয়াব প্রমুখ।
সাকিলা ফারজানা বলেন, ‘বাংলাদেশের ওপর অনেকের নজর পড়েছে। এই রাষ্ট্রকে ব্যবহারের উদ্দেশ্যে অনেকে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের পতনের পরও বাংলাদেশ ষড়যন্ত্রমুক্ত হয়নি। আজও নানা রকম ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমাদের আরও অনেক সংগ্রাম বাকি রয়েছে।’
তিনি বলেন, ‘স্বৈরাচার পতনে আপনারা প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে স্মরণীয়। রেমিট্যান্স পাঠানো বন্ধ করে আপনারা একদিনে বাংলাদেশের অর্থনীতিতে ধ্বস নামিয়ে দিয়েছিলেন। আপনাদের মতো যোদ্ধা আর কেউ নেই।’
বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী বলেন, ‘আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। আমি সেই স্বপ্নগুলো পূরণ করে হাটহাজারীকে একটি মডেল হাটহাজারী হিসেবে গড়ে তুলতে চাই।’