চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ

অর্থনীতি
প্রবাস
0

ঈদের আগে সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছেন তৈরি পোশাক কারখানার কারিগররা। প্রতিষ্ঠান মালিকরা বলছেন, ব্যস্ততার সাথে বাড়ে প্রবাসে দেশিয় শ্রমিকের চাহিদাও। কিন্তু ভিসা জটিলতার কারণে যথেষ্ট দেশিয় শ্রমিক নিয়োগ দিতে পারছেন না তারা। মিশন বলছে, ভিসা জটিলতা নিরসনে একযোগে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস।

তৈরি পোশাকের সারি সারি দোকান। পাইকারি দোকানের সংখ্যাই প্রায় ৫শ'। অধিকাংশ দোকান বাংলাদেশি মালিকানাধীন। সংযুক্ত আরব আমিরাতের আজমানে এই বাজারটি পরিচিত বাঙালি মার্কেট নামে।

আরব আমিরাতে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার এই বাঙালি মার্কেট। এখান থেকে বিশ্বের নানা দেশে রপ্তানির সুযোগ থাকায় বছরজুড়ে ব্যস্ত থাকেন ব্যবসায়ীরা। ঈদের আগে রমজানের শেষ সপ্তাহে কারিগরদের ব্যস্ততা আরো বাড়ে। ব্যবসায়ীরা বলছেন, ব্যস্ততা বাড়লে প্রকট হয় জনবল সংকট। আর দেশিয় লোকবল নিয়োগে বড় বাধা বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতা।

ইউএইর আল বোরাক গার্মেন্টসের ম্যানেজিং পার্টনার সিআইপি শেফালী আক্তার আঁখি বলেন, ‘বাংলাদেশি ভিসা বন্ধ থাকার কারণে আমরা সংকটে আছি। শ্রমিকদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভিসার মেয়াদ ঠিকই আছে, কিন্তু আমি তাদের কাজে রাখতে পারছি না এখানকার নতুন আইনের কারণে।’

ইউএইর আজমান রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা বাইরের অর্ডারগুলো পাই, কিন্তু লোকবল সংকটের কারণে যথাসময়ে ডেলিভারি দিতে পারি না।’

ভিসা প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো বলছে, শিক্ষাগত সনদ দেয়ার শর্তে এডুকেশন ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। কিন্তু শ্রমজীবীসহ অন্যান্য ভিসা প্রদান অনিয়মিত আরব আমিরাতে।

আরব আমিরাত হক গ্রুপের ব্যবস্থাপক ওবাইদুল হক বলেন, ‘অনেকে আছে শ্রমিক ভিসা করে দেয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করে। কিন্তু আসলে এখন কোনো দেশেরই ভিসা ইস্যু হচ্ছে না।’

দুবাইয়ের বাংলাদেশ মিশন জানায়, ভিসা জটিলতার মতো সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানে একযোগে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস।

বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বলেন, ‘আমরা এই দেশের সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরছি এবং তারা যেন এই ভিসা জটিলতার সমাধান করতে আমাদের সাথে কাজ করে সেই বিষয়ে তাদের আহ্বান জানাচ্ছি। আমরা সমস্যাগুলো থেকে ধাপে ধাপে উত্তোরণের চেষ্টা করছি।’

কেবল তৈরি পোশাক শিল্প নয়, আরব আমিরাতের প্রায় সব খাতে বাংলাদেশিদের বন্ধ রয়েছে শ্রম ভিসা। দেশিয় শ্রমিক সংকটের জেরে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো চলছে ভিনদেশি শ্রমজীবীদের কাজ দিয়েই। ফলে আয়ের ওপর লভ্যাংশের বড় অংশ হাত ছাড়া হচ্ছে প্রতিষ্ঠান মালিকদের। তাই দ্রুত সময়ের মধ্যে দেশিয় শ্রমিক ভিসার জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারের কূটনৈতিক পর্যায় থেকে ভূমিকা জোরদার করার আহ্বান প্রবাসীদের।

এসএইচ