দুবাইয়ে মোবাইল ব্যবসায় বাংলাদেশিদের সাফল্য, বাড়ছে কর্মসংস্থান

0

দুবাইয়ে স্বল্প পুঁজিতে মোবাইল সামগ্রীর ব্যবসা শুরু করে বাজিমাত করে যাচ্ছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা। কম আয়ের প্রবাসীদের টার্গেট করে পণ্যের উপর দিচ্ছেন দীর্ঘমেয়াদি ছাড়। সফল হওয়ায় বছর ঘুরতেই লাভের অর্থ দিয়ে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে বাড়াচ্ছেন ব্যবসার পরিধি। এতে কর্মসংস্থানও বাড়ছে বাংলাদেশিদের।

বিদেশের মাটিতে শ্রম বিক্রি ছাড়াও স্বল্প পুঁজির ব্যবসা দিয়ে সফল হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা করে ইতোমধ্যে বাজিমাত করেছেন দুই বন্ধু নাসির উদ্দিন ও মোহাম্মদ শওকত। যৌথ মালিকানায় মোবাইল সামগ্রীর দোকান দিয়ে স্বল্প আয়ের প্রবাসীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে দুই উদ্যোক্তা এখন সফল ব্যবসায়ী।

একযুগের অভিজ্ঞতা ও ব্যবসায়ীক কৌশল কাজে লাগিয়ে সফল হওয়ার দাবি উদ্যোক্তাদের। এখন দুবাই শহরে গড়ে তুলছেন একের পর এক প্রতিষ্ঠান। যেখানে কর্মসংস্থান হয়েছে আরো প্রায় অর্ধশত বাংলাদেশির।

দুবাইয়ের মোস্তাকবল জমজম মোবাইল ফোন ও সার্ভিস সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শওকত বলেন, ‘২০২২ সালে আমি দুবাইতে আসি বিজনেসের উদ্দেশে। এরপর আমি বিজনেস শুরু করি। আমার বিজনেসের মধ্যে সব থেকে বেশি ফোকাস ছিল অনলাইন বিজনেসে ব্যবসা শুরু করা।’

মোস্তাকবল জমজম মোবাইল ফোন ও সার্ভিস সেন্টারের অংশীদার নাসির উদ্দিন বলেন, ‘দুবাইতে প্রথমে একটা দোকান দেয়ার পর ব্যবসা ভালো হওয়ায় এখন আমরা দুইটা ব্রাঞ্চ দিয়েছি।’

পণ্য বিক্রিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণাকে বেছে নেন ব্যবসায়ীরা। এতে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন ভাষাভাষী প্রবাসীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে তাদের প্রতিষ্ঠান। অভিজ্ঞতা থাকলে দুবাইয়ে মোবাইল ও মোবাইল সামগ্রীর ব্যবসায় সফলতা পাওয়া সহজ বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের ক্ষেত্রেও অভিজ্ঞদের দেয়া হচ্ছে অগ্রাধিকার।

উদ্যোক্তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা তুলনামূলক নিরাপদ ও সহজ। পরিশ্রম ও সময় দেয়া গেলে এই ব্যবসায় উন্নতি করা সম্ভব। যেকারণে স্বল্প পুঁজিতে অনেকেই সফলতা পাচ্ছেন এই ব্যবসায়ে।

ইএ