প্রবাস
0

হাজারো ভক্তের সমাগমে মুখর কানাডার পূজা মণ্ডপ

শারদীয় দুর্গাপূজা ও থ্যাংকস গিভিং ডে'র আনন্দে মেতেছেন কানাডার বাংলাদেশিরা। পূজা উপলক্ষে আলাদা করে কোনো ছুটি পান না সনাতন ধর্মাবলম্বীরা। তবে এবার লম্বা ছুটি পড়ায় পরিবার নিয়ে পূজা দেখতে যাওয়া আর কেনাকাটায় মেতেছেন তারা।

হাজারও ভক্তের সমাগমে মুখরিত হয়ে আছে কানাডার বিভিন্ন শহরের পূজা মণ্ডপগুলো। বিশেষ করে টরন্টোর দুর্গাবাড়িতে বড় আয়োজন নজর কেড়েছে এপার বাংলা এবং ওপার বাংলার মানুষদের।

একজন নারী বলেন, 'টরোন্টতে সবচেয়ে বড় পূজা এটি। অন্যান্য জায়গার চেয়ে এখানে বড় মূর্তি হয়।'

টরন্টো ছাড়াও মন্ট্রিয়াল, ক্যালগেরি, ভ্যাঙ্কুভারেও বড় আয়োজন রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও এতে অন্য ধর্মের মানুষও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিচ্ছেন।

পূজার মধ্যে এবার থ্যাঙ্কসগিভিং ডে'র ছুটি পড়ায় আনন্দ বেড়ে গেছে কয়েকগুণ। কারণ বিভিন্ন রেস্তোরাঁ ও বিপণী বিতানে চলছে ছাড়।

কানাডার ব্যাংক কর্মকর্তা অনিক দত্ত বলেন, 'কানাডা তে আসলে থ্যাংকস গিভিং ডে একটা বড় উৎসব এখানে। এটা নিয়ে কানাডিয়ানদের মধ্যে অনেক ধরনের প্রিপারেশন থাকে। আর যেহেতু আমরা এখানে আছি সেজন্য আমরাও এটার সাথে যুক্ত হই আরকি। এর সাথে এখন আবার আমাদের পূজা উৎসব চলছে।'

লম্বা ছুটি পেয়ে অনেকেই ভ্রমণ কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন। শীতের আগে ভ্রমণের এটাই সবচেয়ে উপযুক্ত সময় বলছেন তারা। থ্যাঙ্কসগিভিং ডে'র ঐতিহ্য অনুযায়ী, রাতে টার্কি মুরগি ডিনারে মাতেন কানাডিয়ানরা। যা অভিবাসীদের কাছেও গুরুত্বপূর্ণ এখন। গেলো বছর ২১ লাখের বেশি আস্ত মুরগি বিক্রি হয়। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ডলার।

এসএস