প্রবাস

নিউইয়র্কে ২৪ মে শুরু হচ্ছে বাংলা বইমেলা

১০ হাজার নতুন বইয়ের ভান্ডার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৪ মে শুরু হতে যাচ্ছে ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। অংশ নেবে ৪০ টি প্রকাশনা সংস্থা। বইমেলার পাশাপাশি এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গানে মুখর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস। প্রবাসে বসবাস করা বাংলাদেশি শিল্পীদের কণ্ঠের জাদুতে মেতে ওঠে শিশুরা। গ্রামীণ সাজে নেচে-গেয়ে জানায় উচ্ছ্বাস।

২৪ মে থেকে শুরু হতে যাওয়া ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি সভায় ছিলো এমন আয়োজন। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজিত চারদিনের বইমেলায় সাংস্কৃতিক আয়োজনে গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরও অনেকে। এছাড়াও থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতাসহ আরও নানা আয়োজন।

বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান ১০ হাজার নতুন বই নিয়ে হাজির হবেন এবারের মেলায়। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীর উপস্থিতিতে বইমেলা মুখর হয়ে উঠবে বলেও প্রত্যাশা আয়োজকদের।

নিউইয়র্ক বাংলা বইমেলার আহবায়ক হাসান ফেরদৌস বলেন, 'আমরা নিজেরা অনেক বই সংগ্রহ করেছি। লেখকরা তো নিজে থেকে বই দেন না। তবে অনেকেই উৎসাহ নিয়ে বই দিয়েছে।'

আয়োজকরা আরও জানান, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ আয়োজন। এছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে পুরস্কৃত করা হবে সেরা প্রকাশককে। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।

জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত বইমেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি। প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা অভিবাসীদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর