প্রবাস
0

শ্রমিক সংকটে দুবাইয়ের গাড়ি মেরামত ব্যবসায়ী বাংলাদেশিরা

দুবাইয়ে গাড়ি পরিচর্যা ও মেরামত প্রতিষ্ঠানের চাহিদা বাড়ছে দিন দিন। জনবল নির্ভর এই ব্যবসায় জড়িত অনেক বাংলাদেশি। শ্রমিক সংকটে বিপত্তিতে পড়েছেন অনেক ব্যবসায়ী।

দুবাই শহরে ৩০ লাখের মতো গাড়ি চলাচল করে। এগুলোর বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। গাড়ির পরিচর্যা, ধোয়া এবং বিভিন্ন যন্ত্রাংশের জোগান দিচ্ছে গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানগুলো।

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব প্রতিষ্ঠানের ব্যবসাও। অনেক বাংলাদেশি উদ্যোক্তা এই ব্যবসায় জড়িত আছেন। যেখানে কর্মস্থাংস্থান হয়েছে অনেক বাংলাদেশির।

সালেহ কার এক্সেসরিজ গ্রুপের চেয়ারম্যান আবদুল হক বলেন, '১০ থেকে ১৫ বছর আগে বাংলাদেশিরা ব্যবসার দিকে আসতো না। চাকরির দিকে চলে যেত। তবে এখন অনেক বাংলাদেশি এখানে ব্যবসা করছে।'

এসব ব্যবসায় স্থানীয়দের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীদের একজন বলেন, 'আজমানে প্রায় ২০ বছর ধরে আছি। এখানে বাংলাদেশি ব্যবসায়ী, অংশীদার ও শ্রমিক সবার কাজই অত্যন্ত ভালো।'

আরেকজন বলেন, 'গাড়ি মেরামতের প্রতিষ্ঠানে তাদের কাজ নাম্বার ওয়ান। সরঞ্জামের তুলনায় তারা ভাল কাজ করে।'

ব্যবসায়ীদের অভিযোগ, সাধারণ শ্রমিক ভিসা চালু না থাকায় তারা কর্মী সংকটে পড়েছেন।

প্রবাসী ব্যবসায়ীদের একজন বলেন, 'বাংলাদেশ সরকারকে বলবো অতি দ্রুত যেন ভিসা চালু করে দেয়।'

সংযুক্ত আরব আমিরাতে এখন পেশাজীবী ও দক্ষ শ্রমিক ভিসা চালু রয়েছে। সাধারণ শ্রমিক ভিসা চালু হলে এই ব্যবসা ঘুড়ে দাঁড়াবে বলে আশা উদ্যোক্তাদের।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর