প্রবাস
সৌদি আরবে দু'দিনব্যাপী ঈদ ফেস্টিভাল
সৌদি আরবে শুরু হচ্ছে দু'দিনব্যাপী ঈদ ফেস্টিভ্যাল ২০২৪। বিভিন্ন দেশের সঙ্গে ফেস্টিভাল মঞ্চে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। পর্যটনকেন্দ্র শিফা ওয়াদী আল রীম শহরে ১৮ ও ১৯ এপ্রিল চলবে এই আয়োজন।

সৌদি আরবে নাট্য ও সাংস্কৃতিক সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের দু'টি নাটক মঞ্চস্থ হবে। চলছে নাটকের মহড়া। পাশাপাশি বাংলাদেশি ব্যান্ড প্রবাস বাংলার শিল্পীরা গান ও নাচে মাতিয়ে রাখবেন মঞ্চ।

প্রায় পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্থান পেয়েছে বাংলাদেশি রকমারি পণ্য ও মুখরোচক খাবারের দোকান। আছে শিশুদের খেলাধুলার ব্যবস্থা।

প্রবাসী একজন বলেন, 'একই এরিয়াতে বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার পণ্য আমরা প্রমোট করতে পারি। প্রবাসে যারা আছে তারা  আনন্দ-উল্লাসে অংশগ্রহণ করছে।'

পর্যটন খাতকে জাতীয় স্বার্থে আরও এগিয়ে নেয়ার লক্ষে এই আয়োজন করেছে সৌদি সরকার। মেলায় আসা দর্শনার্থীদের সার্বিক সুবিধায় আছে নিরাপত্তা ব্যবস্থা।

বিভিন্ন দেশের সাংস্কৃতিক আয়োজন দেখতে সৌদি নাগরিকদের পাশাপাশি অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকরাও।

ইএ