প্রবাস
0

ঈদ করতে দেশে ফিরছেন প্রবাসীরা

পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফিরছেন প্রবাসীরা। ইতালিতে থাকা বাংলাদেশিদের অন্তত ১৫ ভাগ এবার দেশে আসছেন। ব্যস্ত সময় পার করছে ট্রাভেলস এজেন্সিগুলো।

ঈদ উপলক্ষে এবার দেশে ফিরছেন প্রায় এক লাখ প্রবাসী। রোজার মাসে প্রতিদিনই দেশে ফিরছেন গড়ে তিন হাজারের বেশি প্রবাসী। অন্য সময়ের তুলনায় এবার ইতালি থেকেও প্রবাসীদের দেশে ফেরার সংখ্যা বেড়েছে।

ইতালি প্রবাসীরা বলেন, দেশে যাওয়া হলেও ঈদের সময় আমাদের যাওয়া হয় না। দেশে যাচ্ছি পরিবারের সাথে দেখা করার জন্য। একসাথে সঙ্গে ঈদ করবো এজন্য আমরা খুব আনন্দিত। এর অনুভূতি অন্যরকম।

টিকিট পেতে বাংলাদেশিরা ভিড় করছেন ইতালির ট্রাভেল এজেন্সিগুলোতে। ঈদ ঘিরে এবার এজেন্সির ব্যবসাও চাঙ্গা।

রূপসী বাংলা ট্রাভেলসের সেলস ম্যানেজার লামিয়া বুশরা বলেন, 'যেহেতু বাংলাদেশ বিমান এখানে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। তাই প্রবাসীরা এটিকে বেশি প্রাধান্য দিচ্ছে।'

পপুলার ট্রাভেলসের এক্সক্লুসিভ রিজার্ভেশন এন্ড টিকিটিং মো. ওমর ফারুক বলেন, 'গতবারের তুলনায় এবারে আমাদের টিকিট বিক্রি বেড়েছে। তার সাথে বাংলাদেশ বিমান যোগ হওয়াতে আমাদের ব্যবসা ভালো হচ্ছে। আশা করছি আরও ভালো হবে।'

অল্প দিনের ছুটি পেলেও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন দেশের মাটিতে। বিমানবন্দরে যথাযথ সহায়তা ও সেবা পাওয়ার আশা করেন প্রবাসীরা।