প্রবাস
সৌদিতে নিজ নামে ব্যবসার সুযোগ
সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ব্যবসায়িক পরিচিতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং ওভেনের যন্ত্রাংশের প্রদর্শনীতে অংশ নেন সৌদির বিভিন্ন শহর থেকে আসা ব্যবসায়ীরা। রিয়াদের স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা প্রদর্শনী ঘুরে দেখেন।

দেশের সম্মান বজায় রেখে প্রবাসে ব্যবসা করার আহ্‌বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, 'যদি আমরা সবাই মিলে বৈধ পথে রেমিট্যান্স দেশে পাঠাতে পারি তাহলে দেশ সমৃদ্ধ হবে। পাশাপাশি পরিবার ও নিজেরাও সমৃ্দ্ধ হব।'

২০২২ সালে সৌদি সরকার প্রবাসীদের নিজ নামে ব্যবসা করার লাইসেন্সের অনুমোদন দেয়। এ সুযোগ কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়েছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কাজ করছেন। ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস।

এই প্রদর্শনীতে অংশগ্রহণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স যন্ত্রাংশ বাজারজাত হচ্ছে।

এভিএস