ধানমন্ডিতে বিশেষ মশক নিধন অভিযান: ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির উদ্যোগ

মশক নিধন স্প্রে দেয়া হচ্ছে
মশক নিধন স্প্রে দেয়া হচ্ছে | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির চাপ ও মশার উপদ্রব কমাতে অঞ্চল-১ এর আওতায় ধানমন্ডি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ মশক নিধন অভিযান পরিচালনা করে।

অভিযানের ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান জানান, রাস্তায় অস্থায়ী দোকানপাট, ফুটপাথ দখল আর যত্রতত্র ময়লা ফেলায় বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। ফলে নিয়মিত স্প্রে করলেও মশা দমন সম্ভব হচ্ছে না।

ডেঙ্গুর পাশাপাশি কিউলেক্স মশাও বাড়ার কারণে আজ থেকে ধানমন্ডি এলাকার লেকগুলো নিয়মিত পরিষ্কারের উদ্যোগ নেওয়ার কথা জানায় ডিএসসিসি।

আরও পড়ুন:

ব্রিফ শেষে লিফলেট বিতরণ ও সচেতনতা র‍্যালির পাশাপাশি অভিযান কার্যক্রম চালানো হয়।

এ অভিযানে স্থানীয় সোসাইটি এবং স্বেচ্ছাসেবকরাও অংশ নেন। তারা জানান, উদ্যোগ ভালো হলেও নিয়মিত নজরদারি ও ফুটপাত খাল ড্রেন পরিষ্কার ছাড়া মশার উপদ্রব কমবে না, বরং ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে।

এফএস