ডেঙ্গুতে সারা দেশে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৭

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২
একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২ |
1

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৫৬৭ জন ভর্তি হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল (বুধবার, ২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ময়মনসিং (সিটি করপোরেশনের বাইরে) দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২, ঢাকা উত্তর সিটিতে ১২৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ নতুন রোগী ভর্তি হয়েছেন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৮৪ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৭২২ জন ঢাকার বাইরের।

এফএস