ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ৪৯০

হাসপাতালে বাড়ছে ডেঙ্গু ও করোনা রোগীর ভিড়
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু ও করোনা রোগীর ভিড় | ছবি: এখন টিভি
0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। আজ (বুধবার, ১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ২০০ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৩২ জনে।

আরও পড়ুন:

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৯২৩ জন ঢাকার বাইরের।


এফএস