২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি, হাসপাতালে ৬৪৭

চাঁপাইনবাবগঞ্জের একটি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র
চাঁপাইনবাবগঞ্জের একটি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র | ছবি: এখন টিভি
1

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি ও মৃত্যুর সবশেষ তথ্যে এ খবর জানানো হয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে একজন, বরিশাল বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের মধ্যে রয়েছেন ২৪১ জন , ঢাকা বিভাগে ১০২ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৩৭ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে হাসপাতালে ভর্তি দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৩৯ জনে।

এফএস