এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৯২ জনে।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চারজন নারী, একজন পুরুষ।
আরও পড়ুন:
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১৯৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এর বাইরে ঢাকা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনা ১৪ জন, রাজশাহী ৪৮ জন, রংপুরে ৮ জন, বরিশালে ১৩১ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৯৬৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৬ জন ভর্তি আছেন।





