দেশে এখন
স্বাস্থ্য
0

রাজশাহীতে অজানা ভাইরাসে দুই বোনের মৃত্যু

মাত্র তিন দিনের ব্যবধানে দুই শিশু সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা মনজুর ও পলি দম্পতি।

মুনতাহা মারিশারের বয়স দুই আর বড় বোন মুফতাউল মাশিয়ারের বয়স পাঁচ বছর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জ্বর নিয়ে রাজশাহী মেডিকেলের আইসিইউতে মারা যায় মাশিয়া। এরআগে বুধবার একই লক্ষণ নিয়ে মারা যায় মারিশা।

স্বজনরা জানান, গত ১৩ ফেব্রুয়ারি সকালে গৃহকর্মীর দেওয়া কুড়িয়ে পাওয়া বরই খেয়েছিল মারিশা আর মাশিয়া। পরদিন সকাল থেকে জ্বর ও দুপুরে শুরু হয় বমি। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এরপর শুক্রবার সকালে মাশিয়ারও জ্বরের সঙ্গে বমি শুরু হয়। রাতে শরীরে ছোপ ছোপ কাল দাগ দেখতে পেলে নেয়া হয় রাজশাহী মেডিকেলের আইসিইউতে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

স্বজনরা বলেন, 'কোনো অসুখের কথা বলতে পারছি না। খাবারের মধ্যে বাহিরের বরই খেয়েছিল। বরই তো সবাই খেয়েছে। ওই দুই বাচ্চায় আর বরই খেলে তো দুই এক ঘণ্টার মধ্যে মারা যাবে এতদিন পর্যন্ত অপেক্ষা করবে?'

তবে, ঠিক কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নন চিকিৎসারা। জানান, নমুনা পরীক্ষার ফল হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারণ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, 'এই মুহূর্তে বলা মুশকিল যে এটি নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা কি না। কেননা আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, স্যাম্পল কালেকশন করা হয়েছে এবং সেগুলো ঢাকা  আইইডিসিআর এ প্রেরণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই রির্পোট পেয়ে যাবো। এখন পর্যন্ত রোগীর উপসর্গ, লক্ষণ এবং উপস্থাপন দেখে মনে হচ্ছে এটা হয়তো নিপা ভাইরাস নয়, অন্য কোনো অজানা ভাইরাসের দ্বারা সংক্রমণটা হয়েছে।'

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর