শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল

0

ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল ২০২৫। আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজনের উদ্বোধন করা হয়। আয়োজনে দেশের পর্যটন খাতে টেকসই উন্নয়ন ও যুবসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

কার্নিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান এবং উপস্থিত ছিলেন ডিইউটিএসের উপদেষ্টা প্রফেসর ড. ইশতিয়াক এম. সৈয়দ।

ডিইউটিএসের প্রথম দিনের উল্লেখযোগ্য আয়োজন হিসেবে ছিলো ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক প্রদর্শনী। যার মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। পরবর্তী কার্যক্রম হিসেবে রয়েছে সেমিনার ও টক শো, যেখানে ইকো ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিষয়ক আলোচনা।

প্রধান বক্তা হিসেবে সেমিনার ও টকশোতে বক্তব্য দেন মাউন্ট এভারেস্টজয়ী ষষ্ঠ বাংলাদেশি বাবর আলী এবং বিশ্ব রেকর্ডধারী সাইক্লিস্ট ও অভিযাত্রী তাম্মাত বিল খোয়ার।

প্রথম দিনের আয়োজনে শিক্ষার্থী, পর্যটনপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা পর্যটনের সম্ভাবনা ও ইকো-ট্যুরিজমের প্রয়োজনীয়তা নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।

কার্নিভালের দ্বিতীয় দিনে থাকছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিহান চৌধুরী। এছাড়া থাকবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনা।

ইএ