কার্নিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান এবং উপস্থিত ছিলেন ডিইউটিএসের উপদেষ্টা প্রফেসর ড. ইশতিয়াক এম. সৈয়দ।
ডিইউটিএসের প্রথম দিনের উল্লেখযোগ্য আয়োজন হিসেবে ছিলো ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক প্রদর্শনী। যার মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। পরবর্তী কার্যক্রম হিসেবে রয়েছে সেমিনার ও টক শো, যেখানে ইকো ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিষয়ক আলোচনা।
প্রধান বক্তা হিসেবে সেমিনার ও টকশোতে বক্তব্য দেন মাউন্ট এভারেস্টজয়ী ষষ্ঠ বাংলাদেশি বাবর আলী এবং বিশ্ব রেকর্ডধারী সাইক্লিস্ট ও অভিযাত্রী তাম্মাত বিল খোয়ার।
প্রথম দিনের আয়োজনে শিক্ষার্থী, পর্যটনপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা পর্যটনের সম্ভাবনা ও ইকো-ট্যুরিজমের প্রয়োজনীয়তা নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।
কার্নিভালের দ্বিতীয় দিনে থাকছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিহান চৌধুরী। এছাড়া থাকবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনা।