সারা দেশে অব্যাহত কুয়াশার দাপট, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

শীতের সকাল
শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট চোখে পড়ার মতো। সেই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ ডিগ্রির ঘরে। এ অবস্থায় আজ সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ (রোববার, ১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

এফএস