রাজধানীতে জেঁকে বসেছে শীত; আজ বছরের সর্বনিম্ন তাপমাত্রা

ঢাকায় শীতের সকাল
ঢাকায় শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা পড়েছে ঢাকাবাসীর জনজীবন। সেই সঙ্গে আজ ( শুক্রবার, ১৬ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রায় রেকর্ড। আজ আবহাওয়া অফিসের দেয়া এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল থেকেই ঢাকায় দেখা গেছে কুয়াশা সঙ্গে মৃদু বাতাস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

অন্যদিকে, উত্তরের জেলাতে আরও তীব্র হচ্ছে শীতের অনুভূতি। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

আরও পড়ুন:

এদিকে দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯২ শতাংশ। কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।

এফএস