অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আজ পরিষ্কার থাকবে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৪ মিনিটে।





