আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। দিনব্যাপী তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৯ মিনিটে।
অন্যদিকে, পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বাড়ছে। ভোর থেকে সকালের দিকে হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতায় শীত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
আরও পড়ুন:
আজ (সোমবার, ২৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ সপ্তাহের অন্যতম কম তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন রোববার (২৩ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিন-রাতের এ তাপমাত্রার বড় তারতম্য শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলছে। সকাল ও সন্ধ্যায় কুয়াশা দেখা গেলেও দিনের বেলায় থাকে রোদের উপস্থিতি, তবে হিমেল বাতাস আর উচ্চ আর্দ্রতায় আবহাওয়া শীতলই থাকছে।




