এছাড়াও আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রায় আপাতত কোনো বড় পরিবর্তন আসছে না।
আরও পড়ুন:
এদিকে, আজ সকালে ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং এটি আগামী ১৫ অক্টোবর তারিখের আশেপাশে দেশের বাকি অংশ থেকেও বিদায় নিতে পারে। মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নিলে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও কমবে এবং শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে।





