আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ১২ অক্টোবর) সকালে এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরটি।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরিস্থিতিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন:

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এর ফলে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

ইএ