দেশের সাত বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধস ও জলাবদ্ধতার শঙ্কা

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি | ছবি: সংগৃহীত
0

রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১ অক্টোবর) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও টানা ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং কিছু এলাকায় তা ১৮৮ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কাও করা হয়েছে।

এফএস