রোববার দেশের চার বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

হালকা বৃষ্টি
হালকা বৃষ্টি | ছবি: সংগৃহীত
0

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন:

বৃষ্টির এ প্রবণতার মধ্যেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে তাপমাত্রা নিয়ে জনজীবনে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি এলেও দিনের বেলায় তাপমাত্রা প্রায় একই থাকবে।

ইএ