সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় প্রায় সমপরিমাণ আবহাওয়া বিরাজ করছে।
তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও হিম বাতাসে বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা। সেই সঙ্গে যুক্ত হয়েছে ঘনকুয়াশা। দেশের বেশিরভাগ জেলায় দীর্ঘসময় ধরে সূর্যের দেখা মেলেনি।
শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে অনেকে উত্তাপ নেন। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহন। শীতের কারণে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন দিনমজুর, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।