পরিবেশ ও জলবায়ু
0

বরগুনায় চুরি হচ্ছে সংরক্ষিত ম্যানগ্রোভ বনের গাছ

দিনে-দুপুরে বরগুনায় চুরি হচ্ছে সংরক্ষিত ম্যানগ্রোভ বনের গাছ। সচেতন মহল বলছেন, এই চোর চক্রের সাথে যোগসাজশ রয়েছে বন কর্মকর্তাদের। তাই, উপকূলীয় বন রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি পরিবেশবাদীসহ স্থানীয়দের।

প্রতিবছর নানা প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনজীবনকে রক্ষা করে ম্যানগোভ বন। তবে ক্রমশই কমছে বনের ঘনত্ব। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে বনের ঘনত্ব কমে যাওয়ার তথ্য। এখানে বনের রক্ষকই যেন হাজির হচ্ছেন ভক্ষক হিসেবে।

বরগুনার খাকদোন নদীর দুপাড়ে ম্যানগ্রোভ বনে দিনে-দুপুরে চলছে গাছ নিধন। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই গাছকাটার সরঞ্জাম ফেলে বন নিধনকারীরা চেষ্টা করেন সটকে যেতে।

বনবিভাগের নাকের ডগা থেকে চুরি হচ্ছে গাছ। অফিস বা মুঠোফোনে কর্মকর্তাদের পাওয়া না গেলেও খোঁজ নিয়ে জানা গেছে, দিন ব্যাপী অফিস ফেলে মাঠেই কাজ করেন তারা।

সচেতন মহল বলছেন, বনবিভাগের অবহেলার পাশাপাশি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে অপরাধীদের সঙ্গে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য সচিব মুশফিক আরিফ বলেন, ‘বন বিভাগের এত কর্মকর্তা থাকতে কীভাবে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে এটাই বড় প্রশ্ন। গাছ কাটতে তো কয়েক মিনিট সময় দীর্ঘসময় লাগে। তাই বন বিভাগের সঙ্গে এদের যোগসাজশ অবশ্যই রয়েছে। ’

বরগুনা সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘ বন বিভাগের অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে নজরদারির মধ্যে আনতে হবে। আর তারা যদি এভাবে দেখেও না দেখার ভান করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

স্থানীয়দের অভিযোগ, তালতালীর টেংরাগিরি বনে গাছ কেটে সাজানো হয় আগুন দেওয়ার নাটক। পাথরঘাটায় বনবিভাগকে ম্যানেজ করে অবৈধ জালে মাছ শিকারের কাজে ব্যবহার করা হয় গাছ। এতে, হুমকিতে উপকূলের ম্যানগ্রোভ বন।

বরগুনার জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, ‘বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে গাছ ধ্বংস করা হচ্ছে। জ্বালানি জন্য বা কেটে বিক্রি করে একটা অসাধুচক্র তারা লাভবান হচ্ছে। এই জায়গাটিতে আমাদের সকলের সম্মিলিতভাবে সচেতনতা বাড়াতে হবে। ’

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ‘ জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় ও আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।’

এদিকে, অবৈধ নিধনকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বনভূমি রক্ষায় দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘আমরা বিভাগীয় বন কর্মকর্তা ও বন সংরক্ষককে বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। এ বিষয়ে আমরা আমাদের অভিযান অবশ্যই জোরদার করব এবং আইনগত পদক্ষেপ অবশ্যই নেব। ’

উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ বনের ভূমিকা অপরিসীম। আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে সবুজ বনায়নে টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের।

এএম