পরিবেশ ও জলবায়ু
0

টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে রাজধানীবাসী

কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি খানাখন্দে বেহাল সড়ক যেন দুর্ভোগ আরও বাড়িয়েছে। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের পাঁচ বিভাগে মধ্য অক্টোবর পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শরতের বৃষ্টি যেন থামছেই না। অসময়ের বৃষ্টির কাছে জিম্মি হয়ে আছে পুরো রাজধানী।

মতিঝিল, আরামবাগ, ফকিরাপুলের রাস্তায় কোথাও হাঁটু সমান পানি আবার কোথাও কোমর সমান। আজ (শনিবার, ৫ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন হলেও কাজের তাগিদে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন অনেকেই। একদিকে বৃষ্টির কারণে গণপরিবহন কম, অন্যদিকে জলাবদ্ধতার কারণে হেঁটে যাওয়ার উপায় না থাকায় পোহাতে হচ্ছে দুর্ভোগ।

যাত্রীদের একজন বলেন, 'রিকশা পেতে খুব অসুবিধা হয়। পানি জমে থাকায় ভাড়াও বেড়ে গিয়েছে।'

আরেকজন বলেন, 'জলাবদ্ধতার কথা আমরা তো সরকারকে জানিয়ে আসছি কিন্তু এতে কোনো পরিবর্তন নেই।'

এই জলাবদ্ধতার মধ্যে রাস্তায় খানাখন্দে বেহাল সড়ক যেন মরার উপর খাড়ার ঘা। ফকিরাপুল মোড়ে পানির নিচের ভাঙা গর্তে কোথাও রিকশা আবার কোথাও পিক আপ ভ্যান পড়ে থাকছে। ফলে এই বৃষ্টিতে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে বহুগুণ। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জনসাধারণের।

রিকশাচালক একজন বলেন, 'যাত্রী কম বৃষ্টির কারণে। পানি জমে থাকায় ভাঙ্গা রাস্তা বোঝা যায় না। যেকোনো সময় রিকশা উল্টে যায়।'

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের পাঁচ বিভাগে মধ্য অক্টোবর পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, 'আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কমে যাবে। তবে কোথাও কোথাও বৃষ্টি থাকবে। এই মাসের মাঝামাঝি সময়ে আমাদের মৌসুমি বায়ু বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।'

অক্টোবরের ১২ তারিখের পর বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি গরমও অনেকটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর