দেশে এখন
পরিবেশ ও জলবায়ু
0

রাজধানীতে শিলাসহ ভারি বৃষ্টিপাত

তীব্র দাবদাহের পর রোববার (৫ মে) রাত সাড়ে ৮টার পর থেকে রাজধানীর অধিকাংশ এলাকায় ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকাতেও দেখা যায়। এরপরই রাত সোয়া দশটা থেকে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।

এতে নগরীর মানুষের মাঝে স্বস্তি নেমে আসে। তবে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে গিয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল সোমবার (৬ মে) থেকে সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরই তাপপ্রবাহ কমতে শুরু করবে।

তার আগেই রোববার রাত থেকেই রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টিতে নগরীর বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে  আসে।

এদিকে দেশে গত ১ এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহ রয়েছে। এ অবস্থা পরবর্তী মাসজুড়েও অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।

এরই মধ্যে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ অব্যাহত থাকার ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবার। তবে এই সময় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইএ