পরিবেশ ও জলবায়ু
0

বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বাড়ার পরিমাণ দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

তবে ৯ বছরের ব্যবধানে বৈশ্বিক তাপমাত্রা প্রথমবারের মতো ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ক্লাইমেট সার্ভিস।

তবে বিজ্ঞানীরা বলছেন, জরুরি পদক্ষেপ নেয়ার মাধ্যমে এখনও তাপমাত্রা বাড়ার এই হার কমানো সম্ভব। রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটি সতর্ক করেছে, বার্ষিক গড় তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করা এখনও ভুল পথে থাকার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘমেয়াদী উষ্ণায়নকে শিল্পায়ন পূর্ববর্তী স্তরের ওপরে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমাবদ্ধ রাখা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার অন্যতম প্রধান একটি বিষয়। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫২ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে।