স্বাস্থ্য
পরিবেশ ও জলবায়ু
0

রাজধানীতে মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা

রাজধানীতে মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা আজ। তবে দুই-একদিনের মধ্যেই শীতের তীব্রতা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) এবারের শীত মৌসুমে এখন পর্যন্ত রাজধানীতে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবুও রোজগারসহ দৈনন্দিন কাজের তাগিদে বের হচ্ছেন রাজধানীবাসী।

নগরবাসী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের শীত একটু বেশি, দীর্ঘস্থায়ীও মনে হচ্ছে। আবহাওয়া অফিস বলছে রাজধানীর এ তীব্র শীত কেটে যাবে দু'একদিনের মাঝেই। তবে শীতপ্রবণ জেলাগুলোতে আরও কিছুদিন থাকবে, সঙ্গে বৃষ্টির আভাসও আছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, 'দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। কিছুটা মেঘ চলে এসেছে, এ জন্য খুলনাতে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও পরশুদিন বরিশাল, চট্টগ্রাম ও ঢাকার কিছু অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'

এদিকে মৌসুমি আবহাওয়ায় রাজধানী ও আশপাশের এলাকায় বেড়েছে জ্বর, ঠাণ্ডাজনিত রোগ। নিউমোনিয়া নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে।

অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে এসেছেন একজন মা

শিশুদের অভিভাবক জানান, 'হাসপাতালে ১৫ দিন হয়ে গেছে কিন্তু ভালো হয় নাই। এর আগে বাড়িতে ১৫ দিন অসুস্থ ছিল। ডাক্তার বলছে ডবল নিউমোনিয়া হইসে।'

এ অবস্থায় শিশুদের যত্ন ও পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। তারা বলছেন, 'শৈত্যপ্রবাহের কারণে শীতকালীন রোগগুলো আমরা বেশি পাচ্ছি। যেমন নিউমোনিয়া, অ্যাজমা, ভাইরাল ডায়রিয়া, টনসিলের সমস্যাগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে।'

শুক্র ও শনিবার রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।