আজ (বুধবার, ৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘর কুয়াশায় ঢাকা রয়েছে যশোরের আকাশ।
বেলা বাড়লেও মেঘলা আবহাওয়া আর হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। একই অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়ে।
বেলা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। শীত বাড়ার সাথে হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডা-জ্বরে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বিপুল পরিমাণ রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের।