৫ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। নাহিদ রানা,খুশদিল শাহ ও অ্যালেক্স হেলসরা আছেন দারুণ ছন্দে। অপরদিকে ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ফরচুন বরিশাল।
টেবিলের শীর্ষ দুইয়ের লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ৪ ম্যাচের সবকটিতে হেরে একেবারে তলানীতে ঢাকা ক্যাপিটালস।
ইংলিশ তারকা জেসন রয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক সৈকত আসলেও পরিবর্তন হয়নি ঢাকার ভাগ্য। অপর দিকে ২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে টেবিলের চতুর্থ স্থানে চিটাগাং কিংস।