পরিবেশ ও জলবায়ু
0

সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৮.১ ডিগ্রি

বৈরি আবহাওয়ায় তীব্রশীত ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সোমবার সকালে সেখানে ৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) জেলার তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। এ পরিস্থিতিতে আজ সোমবার (২২ জানুয়ারি) জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটি ঘোষণা করা হলেও অনেক শিক্ষার্থী না জেনে স্কুলে এসে ফিরে যায়।

মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার কুয়াশায় ঢাকা ছিলো পুরো জেলা। দুপুরের পর কিছুটা সূর্যের দেখা মেলে। তবে শহরের তুলনায় গ্রামে শীতের তীব্রতা কিছুটা বেশি।

এসএসএস