এখন ভোট
0

ভোটের লড়াইয়ে কুপোকাত অনেক হেভিওয়েট প্রার্থী

নির্বাচনের শুরু থেকেই নানান কারণে আলোচনায় ছিলেন বেশ কিছুপ্রার্থী। যাদের কেউ ছিলো দলীয় আবার কেউ স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে রয়েছে জয় পরাজয় দুটোই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পাওয়া ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াই নিয়ে আসনভিত্তিক চমক ছিল অনেক জায়গায়। ফলাফলেও দেখা গেছে তার প্রতিফলন। আলোচিত অনেক প্রার্থী যেমন জিতেছেন তেমনি হেরেছেনও অনেকে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৮ম বারের মতো বিজয়ী হলেন। নির্বাচিত হন গোপালগঞ্জ-৩ আসন থেকে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী ৫ থেকে, ঢাকা ১ আসন থেকে সালমান এফ রহমান, রংপুর-৬ আসন থেকে স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং রংপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এছাড়া আলোচিত সেলিব্রিটি প্রার্থীদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান পৌনে ২ লাখ ভোটে বিজয়ী হয়েছেন মাগুরা-১ আসন থেকে। ঢাকা-১০ আসন থেকে চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। তবে হেরে গেছেন মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ এবং রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী।

ক্রিকেটার সাকিব আল হাসান

চিত্রনায়িকা মাহিয়া মাহি। সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস মাদারীপুর ও বরিশালের ২ টি আসন থেকে লড়াই করেও জয়ের মুখ দেখেননি।

আলোচনায় থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম (বীর প্রতীক) কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলীকে হারিয়ে জিতেছেন সামজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়া মোহাম্মদ শাহজাহান ওমরও নৌকা প্রতীক নিয়ে জিতেছেন ঝালকাঠি-১ থেকে।

বিজয়ী প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হয়ে রংপুর-১ আসনে লড়ে হেরেছেন আরেক স্বতন্ত্র প্রার্থীর কাছে। তবে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চমক দেখিয়েছেন সিলেট-৬ আসনে। আসনটিতে ৩য় অবস্থানে থেকে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী।

একইসঙ্গে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর কাছে হেরেছেন দলটির মহাসচিব অ্যাড. তৈমুর আলম খন্দকারও। কুষ্টিয়া ২ আসনে সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে।

ফরিদপুর-৪ আসনে মানুষের আগ্রহ, কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নৌকা প্রতীকের কাজী জাফর উল্লাহ ও ঈগল প্রতীকের মজিবর রহমান চৌধুরী নিক্সনের ওপর। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টানা ৩য় বারের মতো জিতলেন নিক্সন চৌধুরী।

হেরে গেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু

বরিশাল-৪ এ দলীয় মনোনয়ন পেয়েও প্রার্থিতা বাতিল হয় আওয়ামী লীগ প্রার্থীর। এ কারণে এককভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে টানা তৃতীয়বার সংসদ সদস্য হন পঙ্কজ দেবনাথ। লড়াইয়ের আমেজ না থাকলেও এ আসনে ভোট পড়ে সর্বোচ্চ ৪৪ ভাগ।

বিগত সময়ে ঢাকা থেকে নির্বাচন করলেও এবার বরিশাল-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান রাশেদ খান মেনন। সাবেক প্রতিমন্ত্রী একে ফায়জুল হককে হারান তিনি।

৩০০ আসনের মধ্যে এবার নির্বাচন হয় ২৯৯টি আসনে। ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৮ আসনে।