সাকিব আল হাসান ও সৌম্য সরকারের সঙ্গে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে লঙ্কানদের এই লিগে খেলবেন তিনি।কলম্বোতে রনির সতীর্থ হিসেবে দেখা যাবে অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাথিশা পাথিরানা, জেসন রয়দের মতো ক্রিকেটারদের।
টুর্নামেন্টের ড্রাফটের আগেই সাকিবকে দলে নেয় গল মারভেলস। আর ড্রাফট থেকে সৌম্যকে দলে টেনেছে হাম্বানটোটা বাংলা টাইগার্স।
ওয়ানডে সিরিজের দলে থাকায় প্রথম কয়েকটি ম্যাচে থাকবেন না ছন্দে থাকা সৌম্য। তবে সাকিবকে পাওয়া যাবে শুরু থেকেই।
আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠবে এবারের আসরের। যার ফাইনাল হবে ১৯ ডিসেম্বর।