এখন ভোট
0

বিকাল ৩ টা পর্যন্ত গড় ভোট ২৭.২৫ শতাংশ : ইসি সচিব

সারাদেশের ৭ টি কেন্দ্রের ভোট বাতিল

বিকাল ৩ টা পর্যন্ত সারাদেশে গড় ভোট পড়েছে ২৭ দশমিক ২৫ শতাংশ। বিকেল সোয়া তিনটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।

এসময় তিনি জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিভাগের মধ্যে ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ ও বরিশালে ৩১ শতাংশ ভোট দিয়েছেন ভোটাররা।

জালভোট ও নির্বাচনে অনিয়মের অভিযোগে সারাদেশের ৭ টি কেন্দ্রের ভোট বাতিল হয়েছে বলে জানান ইসি সচিব। এরমধ্যে নরসিংদীতে ৩টি, নারায়ণগঞ্জে ২টি ও কক্সবাজারে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল হয়েছে।

ভোটের সময় কেন্দ্রের বাইরে কিংবা পাশে ৩০ থেকে ৩৫ টি ছোট সহিংসতার ঘটনা ঘটেছে। গণমাধ্যম থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে তিনি বলেন, 'আইনশৃঙ্খলাবাহিনী এ বিষয়ে তদন্ত করছে।'

নির্বাচনী দায়িত্ব পালনের সময় ২ জন সহকারি প্রিজাইডিং অফিসার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এসব ঘটনায় কমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম।

এর আগে দুপুর একটায় প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছিলেন, দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৫০ শতাংশ।

সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রামে ২০, সিলেটে ১৮, বরিশালে ২২, খুলনায় ২১, রাজশাহীতে ১৭ ও ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়ে বলে জানান তিনি।

এসএসএস