দেশে এখন
এখন ভোট
0

কেউ বেআইনি কাজ করলে ছাড় পাবে না : র‌্যাব ডিজি

কেউ বেআইনি কাজ করলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বলেন, নাশকতা যারা করছে তাদের বিরুদ্ধে খোঁজ খবর নেয়া হচ্ছে। বেআইনি কাজ করলে সে যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

আজ রোববার (৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক। তিনি বলেন, 'ঢাকা শহরের বেশিরভাগ এলাকা আমরা ঘুরে দেখেছি, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ঢাকার কোথাও কোন সমস্যা হয়নি। ২০১৪ ও ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন আরও শান্তিপূর্ণ হচ্ছে। নির্বাচন পরবর্তী কোন ধরনের সহিংসতার আশঙ্কা নেই, হলেও প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।'

এম খুরশীদ হোসেন বলেন, 'যারা নির্বাচন বয়কট করেছে তারা জনমনে একটা আতঙ্ক তৈরি করেছিলো, তবে আমরা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছি তাদের প্রতিহত করার সাহস তাদের আছে বলে আমার মনে হয় না। আপনারা নিশ্চিত থাকতে পারেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে পারবে না।

র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, 'ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য যত নিরাপত্তা বলয় তৈরি করা দরকার আমরা তা করেছি। আমরা ভোটারদের বলেছি, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসবেন এবং নিরাপদে ঘরে ফিরবেন আর নিরাপত্তা নিশ্চিত করবো আমরা। আমার ধারণা সময় গড়ালে কেন্দ্রে ভোটার আরও বাড়বে।'

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর